বার্সেলোনার নতুন সাইনিং!!!
সিজন শুরুতে থেকে দলে ভিড়ায় ব্রাজিলীয়ান ইয়াং স্টার মিডফিল্ডার আর্থুর মেলো,আরেক ব্রাজিলীয়ান ইয়াং স্টার ম্যালকম, এছাড়াও ভিদালকে ও দলে ভিড়ালো বার্সালোনা।বলা হয় বার্সালোনা এই টিম টা পরিপূর্ণ একটি টিম।
বার্সেলোনার মেইন ম্যান মেসি বলেন, "এই সিজনে আমরা ব্যাটার কিছু করবো।আমাদের দল এই পরিপূর্ণ একটি দল হয়েছে।চ্যাম্পিয়ন লীগেও ভালো কিছু আশা করা যায়"
উরুগুয়ের আন্ডার-২০ দলের ক্যাপ্টেন ডিফেন্ডার রোনাল্ড আরাগুয়ে কে £৫ ইউরো তে দলে ভিড়ালো বার্সালোনা।আরাগুয়ে কে বার্সেলোনার "বি" টিমে খেলা বলে ঘোষণা দেন ক্লাব টি।


কোন মন্তব্য নেই