নেইমার বার্সায় ফিরে আসলে খুশি হবেন রোনালদিনহো!!! বিস্তারিত জেনে নিন।
ব্রাজিলের লিজেন্ড সাবেক বার্সার নাম্বার ১০ রোনালদিনহো এক সাক্ষাতকারে নেইমার সম্পর্কে বলেন, নেইমার আবার বার্সেলোনায় ফিরে আসলে আমি খুশি হবো।
গত সিজনে ব্রাজিলীয়ান প্লেয়ার নেইমার ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে £২২২ মিলিয়ন ইউরো তে বার্সেলোনা ছেড়ে যোগ দেন পিএসজিতে।পিএসজি এসেও পুরা সিজন খেলতে পারেননি ইন্জুরির কারণে।বিশ্রামে ছিলেন প্রায় চার মাস।ইন্জুরি থেকে ফিরে রাশিয়া বিশ্বকাপে দলের সাথে যোগদেন ব্রাজিলের প্রাণ ভোমরা নেইমার জুনিয়র।বিশ্বকাপে আশানুরূপ ফল না পাওয়া সমালোচনার মুখে পাড়ে এই ব্রাজিলীয়ান বয়।
বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো চলে যাওয়ার পর রিউমার উঠে এই ট্রান্সফার উন্ডোতে নেইমার কে দলে ভিড়াবে রিয়াল মাদ্রিদ।জানা যায় নেইমারের জন্য ৩০০ মিলিয় ইউরো বিড করতে প্রস্তুত ছিলেন রিয়াল।কিন্তু পিএসজি তাদের মুল তারকা কে ছাড়তে রাজি না হওয়ায় রিয়ালে যাওয়া হয়নি নেইমারের।
মার্কা নিউজ কে দেওয়া এক সাক্ষাতকারে রোনালদিনহো বলেন, "আমি আমার বন্ধু নেইমারকে অনেক ভালোবাসি।আমি চাই সে সব সময় সুখে থাকুক"
তিনি আরো বলেন, "সে ফ্রান্সে কেমন সুখে আছে আমি জানিনা,তবে আমি চাইবো সে আমার বার্সেলোনায় ফিরে আসুক তাতে আমি খুশি হবো"


কোন মন্তব্য নেই