এশিয়া কাপে থাকবেন সাকিব।এশিয়া কাপের পরে অস্রপ্রচার হবে।
টেস্ট,ওডি আই ও টি২০ এই ফরমেটে সর্বাধিক প্রথম স্থান অধিকারকারী ক্রিকেটার সাকিব আল হাসান।এবং একই সময়ে তিন ফরমেটে প্রথম স্থান অর্জনকারী ক্রিকেটার শুধু সাকিবই।
গত ফেব্রুয়ারি তে শ্রীলংকা সাথে সিজির চলাকালীন সময়ে হাতের ইন্জুরি পড়েন সাকিব আল হাসান।সিরিজ শেষে তার হাতে অস্রপ্রচার হয়।পুরাপুরি সুস্থ না হতে শুরু হয় নিদাহাস ট্রফি।দলের প্রয়োজনে নিদাহাস ট্রফির সেমিফাইনালে দলের সাথে যোগ দেন এই বা হাতি ক্রিকেটার।
জানা যায় সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিসের সিরিজে ব্যথানাচক ইনজেকশন নিয়ে মাঠে নামেন সাকিব।ডাঃ মতে সাকিবের হাতে আবার অস্ররপ্রচার করতে হবে।তাই সাকিব চেয়েছে সিরিজ শেষ হলে হাতে অস্রপ্রচার করবে।সাকিবের অস্ররপ্রাচার প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোডে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, "সাকিবকে সামনে এশিয়া কাপে প্রয়োজন।এশিয়া কাপের পরে হাতে অস্রপ্রচার হবে।"
বিসিবির সিদ্ধান্ত মেনে নিলো সাকিব। পবিত্র হজ্জ পালন করে ২৭ তারিখ দেশে ফিরেন সাকিব।২৯ তারিখ থেকে দলের সাথে ট্রেনিং ক্যাম্পে যোগ দিবেন সাকিব।



কোন মন্তব্য নেই