google-site-verification: google472fc527851ce378.html দলে ডাক পেয়েও খেলা হচ্ছেনা তিন ব্রাজিলীয়ানের!! - MegaNews24.com

Header Ads

Header ADS

দলে ডাক পেয়েও খেলা হচ্ছেনা তিন ব্রাজিলীয়ানের!!

ব্রাজিলীয়ান কোচ তিতের স্কোয়াডে ডাক পেয়েও খেলতে পারছেন না তিন জন প্লেয়ার।

ব্রাজিলের ৮ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ও ১২ সেপ্টেম্বর সালভাদরের সাথে ইন্টারন্যাশনাল প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেন কোচ তিতে।স্কোয়াড টা ছিল পুরা ইয়াং তারকা নির্ভর।ডাক পেয়েছিল অনেক নতুন মুখ।

তবে দলের জায়গা পেয়েও খেলতে পারছেন না পেদ্রো,ফাগনার ও রেনেতা অগাস্তো।কিছু দিন আগে হাটুর ইন্জুরিতে পড়েন ব্রাজিলের ইয়াং নম্বর ৯ পেদ্রো আর গতকাল ইন্জুরি তে পড়ে গত দুই ম্যাচে জন্য দল থেকে ছিটকে পারে ব্রাজিলে রাইটব্যাক ফাগনার।

এদিকে ব্যক্তিগত সমস্যার জন্য স্কোয়াড থেকে নিজের নাম কেটে দিতে বলেন ব্রাজিলের মিড ফিল্ডার রেনেতা অগাস্তো।

পেদ্রো পরিবর্তে দলে ডাক পেয়েছেন এভারটনের স্ট্রাইকার  রিচারলিসন।ফাগনার ও রেনপতা অগাস্তো পরিবর্তে কাকে ডাকেন সেটা দেখার বিষয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.