google-site-verification: google472fc527851ce378.html ক্রিশ্চিয়ানো রোনালদো একজন স্বার্থপর প্লেয়ার"-------দালিচ - MegaNews24.com

Header Ads

Header ADS

ক্রিশ্চিয়ানো রোনালদো একজন স্বার্থপর প্লেয়ার"-------দালিচ


ক্রিশ্চিয়ানো রোনালদো একজন স্ববার্থপর প্লেয়ার"-------দালিচ

পর্তুগালের তারকা ক্রিশ্চয়ানো রোনালদো এই সিজনে শুরু তে রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি জামাই ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে।জুভেন্টাসে অভিষেক হওয়ার পর থেকে কোনো গোল পায়নি জুভেন্টাসের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চারদিকে সমালোচনা ঝড়।

এদিকে উয়েফা বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচিত  হয় ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ।শুনা যায় বর্ষ সেরা প্লেয়ার নির্বাচন নিয়ে রাগ রোনালদো মদ্রিচের চেয়ে স্কোয়ারে এগিয়ে ছিলেন রোনালদো।রোনালদো  বোনও রোনালদো আর লুকা মদ্রিচের পারফর্মেন্স তুলনা করে টুইট করে।

গতকাল এক সাক্ষাতকারে ক্রোয়েশিয়ান কোচ জ্লাতকো দালিচ বলেন, "রোনালদো একটা স্বার্থপর ! আমি আমার টিমে কখনোই তাকে চাইবো না। সে এমন একজন প্লেয়ার যে মনে করে, দল যদি হেরেও যায় নিজে গোল করলো কিনা সেটাই শুধু মুখ্য বিষয়!!"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.