বিশ্ব ফুটবলে মেসি, রোনালদোর রাজত্ব ভাঙ্গতে চায় গ্রীজম্যান!!!!!
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলের শীর্ষে আছেন ১০ বছর ধরে এই 'বড় ফাঁক' বন্ধ করার চেষ্টা করবেন বলে ঘোষণা দিয়েছেন এন্টানিয় গ্রীজম্যান।
মেসি ও রোনালদোর গত ১০ বছর বার্লিন ডি'অরের রাজ্যত্ব শেষ কররার প্রত্যয় নিয়েছেন ফ্রান্সের অন্যতম তারকা খেলোয়াড় গ্রীজম্যান । এটলেটিকো মাদ্রিদকে ইউরো লীগ ও ইউইএফএ সুপার কাপ জয় করতে সাহায্য করার পাশাপাশি বিশ্বকাপে তাদের দেশকে চ্যাম্পিয়ন করতে চারটি গোল করেন এই ফুটবলার।
গ্রীজম্যানকে গত মৌসুমে ইউরোপা লীতে সেরা খেলোয়াড় হিসেবে নামকরণ করা হয়েছিল এবং ফিফার সেরা খেলোয়াড়ের ১০ জন মনোনীত ব্যক্তিদের মধ্যে রয়েছে তার নাম।
তার সাফল্য সত্ত্বেও, ২৭ বছর বয়েসী এই ফরওয়ার্ড বলেন, "আমি সব সময় উন্নতি করতে চেষ্টা করেছি, মেসি ও ক্রিশ্চিয়ানো তারা ভিন্ন মাত্রায় রয়েছে। আপনি হয়তো তাদের সাথে এক হতে পারেন বছর,তবে তারা সব সময় ভিন্ন মাত্রার।"
মেসি ও রোনালদোর গত ১০ বছর বার্লিন ডি'অরের রাজ্যত্ব শেষ কররার প্রত্যয় নিয়েছেন ফ্রান্সের অন্যতম তারকা খেলোয়াড় গ্রীজম্যান । এটলেটিকো মাদ্রিদকে ইউরো লীগ ও ইউইএফএ সুপার কাপ জয় করতে সাহায্য করার পাশাপাশি বিশ্বকাপে তাদের দেশকে চ্যাম্পিয়ন করতে চারটি গোল করেন এই ফুটবলার।
গ্রীজম্যানকে গত মৌসুমে ইউরোপা লীতে সেরা খেলোয়াড় হিসেবে নামকরণ করা হয়েছিল এবং ফিফার সেরা খেলোয়াড়ের ১০ জন মনোনীত ব্যক্তিদের মধ্যে রয়েছে তার নাম।
তার সাফল্য সত্ত্বেও, ২৭ বছর বয়েসী এই ফরওয়ার্ড বলেন, "আমি সব সময় উন্নতি করতে চেষ্টা করেছি, মেসি ও ক্রিশ্চিয়ানো তারা ভিন্ন মাত্রায় রয়েছে। আপনি হয়তো তাদের সাথে এক হতে পারেন বছর,তবে তারা সব সময় ভিন্ন মাত্রার।"


কোন মন্তব্য নেই