সন্দ্বীপে তালতলি বাজারে আগুন লেগে পুড়ে যায় দোকানপাট!! ক্ষতি হয় প্রায় দুই কোটি টাকার মালামাল
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার তালতলী বাজারে আজ রাত ভোর ৩.৩০ মিনিটের কাছাকাছি সময়ে ভয়াবহ আগুন লেগে পাঁচ ছয়টা দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুণ লাগার পর তাৎক্ষিক ভাবে আসে পাশের লোকজন ছুটে আসে আগুন পাম্প মেশিন আর বালি দিয়ে নিভানো চেষ্টা চালায়। অনেক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতির পরিমান এখনো বলা যাচ্ছেনা তবে স্থায়ী লোকজন থেকে জানা যায় প্রায় দুইকোটি টাকার মত ক্ষতি হয়েছে! দোকানদের কান্নায় সন্দ্বীপের আকাশ ভারি হয়ে উঠেছে কে দিবে তাদের ক্ষতিপূরণ?
আগুন কোথায় থেকে কিভাবে লেগেছে কেউ সঠিকভাবে বলতে পারছেনা। তবে কারো কারো ধারণা পাশের চায়ের দোকান থেকে লাগেছেছে।
নদী ব্যষ্টিত এই দ্বীপে প্রায় চার লক্ষ মানুষের বসবাস।নেই ভালো কোনো মেডিকাল সার্ভিস, ফায়ার সার্ভিস। সন্দ্বীপের মানুষের অনেক দিনের দাবি সন্দ্বীপে ফায়ার সার্ভিস চায়।জন প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও এখনে সেটা বাস্তবায়ন হয়নি।
আগুণ লাগার পর তাৎক্ষিক ভাবে আসে পাশের লোকজন ছুটে আসে আগুন পাম্প মেশিন আর বালি দিয়ে নিভানো চেষ্টা চালায়। অনেক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতির পরিমান এখনো বলা যাচ্ছেনা তবে স্থায়ী লোকজন থেকে জানা যায় প্রায় দুইকোটি টাকার মত ক্ষতি হয়েছে! দোকানদের কান্নায় সন্দ্বীপের আকাশ ভারি হয়ে উঠেছে কে দিবে তাদের ক্ষতিপূরণ?
আগুন কোথায় থেকে কিভাবে লেগেছে কেউ সঠিকভাবে বলতে পারছেনা। তবে কারো কারো ধারণা পাশের চায়ের দোকান থেকে লাগেছেছে।
নদী ব্যষ্টিত এই দ্বীপে প্রায় চার লক্ষ মানুষের বসবাস।নেই ভালো কোনো মেডিকাল সার্ভিস, ফায়ার সার্ভিস। সন্দ্বীপের মানুষের অনেক দিনের দাবি সন্দ্বীপে ফায়ার সার্ভিস চায়।জন প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও এখনে সেটা বাস্তবায়ন হয়নি।


কোন মন্তব্য নেই